আইটি নাট হোস্টিং রিভিউ – IT Nut Hosting

প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা নাম আছে, ঠিক তেমনি প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা ডোমেইন নাম আছে, আবার মানুষের দেহে যেমন প্রাণ আছে ঠিক তেমনি ওয়েবসাইটের প্রাণ হচ্ছে হোস্টিং ( Web Hosting is the lifeline of every websit )। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যখন এই  Domain Hosting ক্রয় করতে যাই প্রায় সময়ই দ্বিধা-দন্ধে ভুগে থাকি। 

কোন কোম্পানী Best Domain Hosting প্রোভাইড করে? দেশীয় Hosting Company বাছাই করবো? নাকি বিদেশি কোম্পানী? কোন ডোমেইন হোস্টিং কোম্পানী ভালো সার্ভিস দিয়ে থাকে? কারা ভালো Hosting Support দিয়ে থাকে ইত্যাদি হাজারো রকমের প্রশ্ন। 

তবে চিন্তার কোন কারণ নেই, আমি আইটি কথা ব্লগে বাংলাদেশের সেরা কিছু হোস্টিং কোম্পানী সম্পর্কে একে একে রিভিউ পোস্ট করবো, এতে করে যেন খুব সহজেই কোনো সাধারণ ইউজার তাঁর জন্য কোন হোস্টিং প্রোভাইডার ভালো হবে তা বাছাই করে নিতে পারে। বিদেশী অনেক ভালো কোম্পানী আছে তা আমরা সবাই জানি, কিন্তু এটা হয়তো সবার জানা নেই যে, বর্তমান সময়ে অনেক Bangladeshi Hosting Provider ইন্টারন্যাশনাল মানের সার্ভিস দিয়ে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত। বাংলাদেশের টপ হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে তেমন একটি হলো: আইটি নাট হোস্টিং  IT Nut Hosting  চলুন আইটি নাট হোস্টিং সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক এবং তাঁদের সার্ভিস ও প্রাইজের ওপর ভিত্তি করে একটা স্কোর মার্ক তৈরি করা যাক।

আইটি নাট হোস্টিং –  IT Nut Hosting

আইটি নাট হোস্টিং তাঁদের সর্বপ্রথম যাত্রা শুরু করে ২০১৪ সালে বিডি হোস্টিং গিগ নামে, শুরু করার কিছুদিন পর প্রায় ২ বার নাম পরিবর্তন করে, প্রথমবার নাম রাখা হয় IT Nut Hosting BD নামে এবং দ্বিতীয়বার ও শেষবার নাম পরিবর্তন করে রাখা হয় IT Nut Hosting নামে যা এখনোও কার্যকর রয়েছে।

বর্তমানে আইটি নাট হোস্টিং দেশ এবং দেশের বাইরে দীর্ঘ ৭ বছর যাবত সুনামের সাথে বেশ কয়েকটি সার্ভিস প্রদান করে আসছে, তাঁদের উল্লেখ্যযোগ্য সার্ভিসগুলো হলো:

  • Domain Registration
  • Shared Hosting
  • VPS Hosting
  • Windows Hosting
  • Reseller Hosting
  • Dedicated Server
  • Business Email

ইত্যাদি এইসব সার্ভিস প্রদান করে আসছে, তবে এর বাইরেও আইটি নাট হোস্টিং আরো কিছু নতুন প্রজেক্টে কাজ করছে সেইসব সম্পর্কে অন্য একটা পোস্টে বিস্তারিত আলোচনা করবো । এবার চলুন IT Nut Hosting এর সবগুলো সার্ভিস সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

ডোমেইন – Domain

Domain এর প্রসঙ্গ উঠলেই আমরা সাধারণ .com ডোমেইনকেই বেশি প্রধান্য দিয়ে থাকি, কেননা .com Domain  সর্বাধিক ব্যবহৃত ডোমেইন এবং একই সাথে সবথেকে বেশি জনপ্রিয় ডোমেইন। 

আইটি নাট হোস্টিং ডোমেইন প্রাইজ –  IT Nut Hosting Domain Price

  •  .com Domain Price ৮৪৫ টাকা
  • .com Domain Transfer Price ৮৪৫ টাকা
  • .com Renew Price ৮৪৫ টাকা

অর্থাৎ ডোমেইন নিউ প্রাইজ, ডোমেইন ট্রান্সফর প্রাইজ এবং ডোমেইন রিনিউ প্রাইজ সমপরিমাণ রাখছে তাঁরা। তবে এই প্রাইজ রেঞ্জের বাইরেও তাঁরা প্রায় সারা বছরই ডোমেইনে অফার চালিয়ে থাকে, Domain Offer Price এ তাঁরা ৫৫০ টাকা, ৫৯৯ টাকা, ৬৫০ টাকা, ৬৯৯ টাকা এবং ৭৫০ টাকায় দিয়ে থাকে।

আইটি নাট হোস্টিং – Domain.com Features

  • ডোমেইন ফুল কন্ট্রোল প্যানেল
  • ফ্রী ডিএনএস ম্যানেজমেন্ট
  • ২৪/৭ কাস্টমার সাপোর্ট
  • যে কোন সময় ট্রান্সফার করার সুযোগ
  • কোন হিডেন চার্জ নেই
  • ফ্রী ডোমেইন ফরওয়ার্ডিং

দেশী এবং বিদেশী অনান্য কোম্পানীর সাথে তুলনা করলে দেখা যায় যে, আইটি নাট হোস্টিং ডোমেইনে অনেক ভালো ফিচারস এবং প্রাইজ সবক্ষেত্রেই  খুবই কম রাখছে, কেননা প্রায় সব কোম্পানীই .com domain price ৯০০-১৩০০ টাকার মধ্যে রাখছে। এছাড়া ডোমেইনের সব থেকে ভালো যেই ফিচারসটি তাঁরা প্রোভাইড করছে তা হলো ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল দিচ্ছে, যার দ্বারা আইটি নাটে এ আপনার সার্ভিস ভালো না লাগলে যে কোন মুহূর্তে ডোমেইন ট্রান্সফর করে অন্য কোম্পানীতে নিয়ে যেতে পারবেন, ফুল কন্ট্রোল প্যানেল ইউজারের কাছেই থাকায় ট্রান্সফর করার সময় আইটি নাটের কাছে যেতে হচ্ছে না। Domain Full Control Panel বেশির ভাগ কোম্পানীই দিচ্ছে না, কারণ এটা না দিয়ে অনেক কোম্পানীই আছে কাস্টোমার কে ধরে রাখতে চায়। 

IT Nut Hosting এর .com Domain Price এবং Domain Features এর উপর ভিত্তি করে আমরা ১০/১০ স্কোর দিতে পারি।

শেয়ারর্ড হোস্টিং –  Shared Hosting / Web Hosting

হোস্টিং জগতের শুরু থেকে এমনকি বর্তমান সময় পর্যন্তও শেয়ারর্ড হোস্টিং অনেক বেশি জনপ্রিয়। এর প্রধান কারণ:

  • খরচ কম
  • সহজে ম্যানেজ করা যায়
  • সারা বিশ্বে জনপ্রিয়তা বেশি

আইটি নাট হোস্টিং এর শেয়ারর্ড হোস্টিং প্যাকেজগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো তাঁরা শেয়ারর্ড হোস্টিং এ ৩ টি প্যাকেজ রেখেছে। চলুন প্যাকেজগুলোর ফিচারর্স সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

শেয়ারর্ড হোস্টিং – প্যাকেজ ১ – নাট সিলভার

  • 10 GB SSD স্টোরেজ
  • ২ টা ওয়েবসাইট হোস্ট করা যাবে
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • ফ্রি SSLসার্টিফিকেট
  • আনলিমিটেড মেইল একাউন্ট
  • cPanel কন্ট্রোল
  •  অপরিহার্য ফিচার সমূহ
  • 10 GB SSD Price Hosting: ৩৫৮৮ টাকা ১ বছর

Nut Silver প্যাকেজ প্রাইজ অনুযায়ী স্টোরেজ ঠিক আছে, ব্যান্ডউইথ এ এক্সটা সুবিধা দিচ্ছে, ফ্রি SSL দিচ্ছে, কিন্তু ওয়েবসাইট লিমিটেশন টা কম হয়ে গেছে। এখানে হয়তো ৩-৫ টা ওয়েবসাইট হোস্ট করার সুযোগ দিলে ইউজারের জন্য বেশি সুবিধা হতো। শুরু করার জন্য নাট সিলভার প্যাকেজটি নিতে পারেন, এছাড়া Portfolio Website Hosting, New Blogging Site Hosting, New News Paper Site Hosting এর জন্য এই প্যাকজেটি বেস্ট হবে।

শেয়ারর্ড হোস্টিং – প্যাকেজ ২ – নাট ডায়মন্ড

  • 50 GB SSD স্টোরেজ
  • ১০ টি ওয়েবসাইট হোস্ট করা যাবে
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • ফ্রি SSLসার্টিফিকেট
  • আনলিমিটেড মেইল একাউন্ট
  • cPanel কন্ট্রোল
  •  অপরিহার্য ফিচার সমূহ
  •  প্রিমিয়াম ফিচার সমূহ
  • 50 GB SSD Hosting Price: ৮৩৮৮ টাকা ১ বছর

মার্কেটে বর্তমান প্রাইজ অনুযায়ী Nut Diamond প্যাকেজটি অনেক বেশি ফিচারর্স দিচ্ছে। এই প্রাইজে এত বেশি ফিচারর্স কেউ প্রোভাইড করে না। New  E-commerce Site Hosting, Multi Website Host, News Paper Site Host, Affiliate Site Host করার জন্য নাট ডায়মন্ড প্যাকেজটি বেস্ট হবে। আমার কাছে এবং ইউজারদের ফিডব্যাক অনুযায়ী IT Nut Hosting এর নাট ডায়মন্ড প্যাকেজটি অধিক জনপ্রিয়।

শেয়ারর্ড হোস্টিং – প্যাকেজ ৩ – স্পিড স্টার

  • আনলিমিটেড SSD স্টোরেজ
  •  আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করা যাবে
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • ফ্রি SSLসার্টিফিকেট
  • আনলিমিটেড মেইল একাউন্ট
  • cPanel কন্ট্রোল
  • অপরিহার্য ফিচার সমূহ
  • প্রিমিয়াম ফিচার সমূহ
  • টার্বো ফিচার সমূহ
  • Unlimited SSD Hosing Price: ১৭২৮০ টাকা ১ বছর

আপনার যদি একাধিক Website Host করার প্রয়োজন হয় এবং আপনার Website Traffic এর পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার জন্য Speed Star প্যাকেজটি বেস্ট হবে। তবে আমার কাছে পারসোনালি মনে হয়েছে, স্পিড স্টার প্যাকেজের প্রাইজ ১৪-১৫ হাজার টাকা হলে ভালো হতো, কিন্তু যেহুতু তাঁরা এই প্যাকেজে Unlimited Storage, Unlimited Website Host, Unlimited Bandwidth, Free SSL এবং Turbo Fetueres প্রোভাইড করছে তাই মার্কেট প্রাইজ অনুযায়ী দাম মোটামুটি সঠিক আছে।

IT Nut Hosting এর Shared Hosting Price এবং Shared Hosting Features এর উপর ভিত্তি করে আমরা ৯/১০ স্কোর দিতে পারি।

ভিপিএস হোস্টিং / Cloud VPS Hosting

  • Cloud VPS Hosting  Package -1 
  • ২ জিবি
  • ১ কোর
  • ৪০ জিবি এসএসডি
  • ৳৮৫০/মাস
  • Cloud VPS Hosting  Package -2
  • ৪ জিবি
  • ২ কোর
  • ৮০ জিবি এসএসডি
  • ৳১৭০০/মাস
  • Cloud VPS Hosting  Package -3
  • ৮ জিবি
  • ৪ কোর
  • ১৬০ জিবি এসএসডি
  • ৳৩৪০০/মাস
  • Cloud VPS Hosting Package -4
  • ১২ জিবি
  • ৫ কোর
  • ২৪০ জিবি এসএসডি
  • ৳৫১০০/মাস
  • Cloud VPS Hosting Package -5
  • ১৬ জিবি
  • ৬ কোর
  • ৩২০ জিবি এসএসডি
  • ৳৬৮০০/মাস
  • Cloud VPS Hosting Package -6
  • ৩২ জিবি
  • ৮ কোর
  • ৬৪০ জিবি এসএসডি
  • ৳১৩৬০০/মাস
  • Cloud VPS Hosting Package -7
  • ৪৮ জিবি
  • ১২ কোর
  • ৯৬০ জিবি এসএসডি
  • ৳২০৪০০/মাস
  • Cloud VPS Hosting Package -8
  • ৬৪ জিবি
  • ১৬ কোর
  • ১২৮০ জিবি এসএসডি
  • ৳২৭২০০/মাস
  • Cloud VPS Hosting Package -9
  • ৯৬ জিবি
  • ২০ কোর
  • ১৯২০ জিবি এসএসডি
  • ৳৪০৮০০/মাস
  • Cloud VPS Hosting Package -10
  • ১২৮ জিবি
  • ২৪ কোর
  • ২৫৬০ জিবি এসএসডি
  • ৳৫৪৪০০/মাস
  • Cloud VPS Hosting Package -11
  • ১৯২ জিবি
  • ৩২ কোর
  • ৩৮৪০ জিবি এসএসডি
  • ৳৮১৬০০/মাস

VPS Hosting এর পাশাপাশি তাঁরা RDP সার্ভিস এবং Manage VPS Hosting প্রোভাইড করে আসছে। RDP Price ২৫৫০ টাকা সর্বনিম্ন, কনফিগারে ক্লাইড প্যাক ২ থেকে শুরু এবং  Manage VPS Price ২১২৫ টাকা মাস।

IT Nut Hosting আর্ন্তজাতিকভাবে দীর্ঘ দিন যাবত সার্ভিস দিয়ে আসছে। দেশের বাইরে তাঁদের VPS Hosting এর গ্রাহক সংখ্যা বেশি। তাই আমার মতে ইন্টারন্যাশনাল প্রাইজ এবং বাংলাদেশী টপ সারির Hosting Company গুলোর প্রাইজ অনুযায়ী VPS Hosting Affordable Price এই আছে। তবে ভিপিএস হোস্টিং এর বড় প্যাকেজগুলোতে কিছুটা প্রাইজ কমালে বাংলাদেশী ইউজারদের জন্য সুবিধা হতো।

IT Nut Hosting এর VPS Hosting Price এবং VPS Hosting Features এর উপর ভিত্তি করে আমরা ৮/১০ স্কোর দিতে পারি।

কাস্টোমার সাপোর্ট / Customer Support

বাংলাদেশের হাতে গোণা যে কয়েকটি হোস্টিং কোম্পানী ২৪/৭ কাস্টোমার সাপোর্ট দিয়ে থাকে তাঁর মধ্যে আইটি নাট হোস্টিং অন্যতম। তাঁরা প্রায় সারা বছরই তাঁদের সাপোর্ট অপশন খোলা রাখে, এমনকি ঈদের দিনের বন্ধ থাকেনা। আইটি নাট হোস্টিং যে কয়েকটি মাধ্যমে কাস্টোমার সাপোর্ট দিয়ে থাকে তা হলো:

  • ওয়েবসাইট লাইভ চ্যাট অপশন
  • ফেসবুক ম্যাসেজ
  • সাপোর্ট টিকেট
  • ই-মেইল
  • ফোন কল
  • ফেসবুক গ্রুপ

টপ লেভেলের হোস্টিং কোম্পানীগুলোর সাপোর্ট অপশনে যা যা থাকা দরকার তাঁর প্রায় সবকিছুই আইটি নাট হোস্টিং সাপোর্টে বিদ্যামান। এছাড়া বাংলাদেশের মতো দেশে যেখানে প্রায়ই ইলেকট্রিসিটি, ইন্টারনেট প্রবলেম প্রতিনিয়ত লেগেই থাকে সেখানে তাদের এই ২৪/৭ সাপোর্ট দেয়াকে সত্যি সাধুবাদ জানাতে হয়। এছাড়া আপনি যদি আইটি নাট হোস্টিং সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আমি বলবো আপনি তাঁদের সাপোর্টে গিয়ে কথা বলে দেখুন, আমার মনে হয় আপনি অসন্তুষ্ট হবেন না।

IT Nut Hosting এর Customer Support Option এবং Support Quality এর উপর ভিত্তি করে আমরা ৯/১০ স্কোর দিতে পারি।

রিসোর্স এবং পেমেন্ট অপশন / Resources & Payment Option

রিসোর্স এমন একটি মাধ্যম যার মাধ্যমে ইউজার নিজেই তাঁর সার্ভিস সম্পর্কে এক্সপার্ট হয়ে যেতে পারে। আপনার Hosting Provider যদি আপনাকে নিয়মিত রিসোর্স দিয়ে গাইড করতে থাকে, বিভিন্ন ইনফো, আপডেটিড টিপস, টিক্সস ইত্যাদি শেয়ার করতে থাকে, তাহলে আপনি নিজেই একজন এক্সপার্টে পরিণত হতে পারবেন। কোন সমস্যায় বার বার আপনার প্রোভাইডার কে নক দিতে হবে না।

রিসোর্স এর দিক থেকে আমার দেখা মতে IT Nut Hosting বাংলাদেশের বেস্ট হোস্টিং প্রোভাইডার। কেননা আপনি নিজেই একবার সার্চ করে দেখুন, বাংলাদেশের অন্যসব হোস্টিং কোম্পানী গুলোর একটিভিটি দেখুন এবং আইটি নাট হোস্টিং এর টাও দেখুন পার্থক্য নিজেই বুঝতে পারবেন। আইটি নাট হোস্টিং নিয়মিত নতুন নতুন প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান দখল করে নিচ্ছে এছাড়া Quora, Medium, Youtube, Facebook এবং তাঁদের Hosting Bangla Blog, Hosting English Blog এবং Knowledgebase এ নিয়মিত ক্রার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

পেমেন্ট অপশন 

বাংলাদেশী হোস্টিং কোম্পানী গুলোর চাহিদার মূল কারণ হচ্ছে, বাংলায় সাপোর্ট পাওয়া এবং পেমেন্ট অপশন সহজ হওয়া। 

  • Bkash
  • Rocket
  • Nagad
  • Upay
  • Skrill
  • Neteller
  • Payoneer
  • Paypal
  • Stripe
  • Bangladesh Any Bank Payment
  • Dual Currency Any Card

ইত্যাদি প্রায় সব ধরণের পেমেন্ট অপশনই আইটি নাট হোস্টিং এ এভেইলেবেল রয়েছে। এছাড়াও তাঁরা SSLCOMMERZ দ্বারা ভেরিফাইড।

IT Nut Hosting এর Resources এবং Payment Option এর উপর ভিত্তি করে আমরা ১০/১০ স্কোর দিতে পারি।

আইটি নাট হোস্টিং এর এক্সটা কিছু ভালো দিক

  • কোন হিডিন চার্জ নেই
  • তাড়াতাড়ি রেন্সপন্স পাওয়া যায়
  • পেমেন্ট করার সময় কোন পেমেন্ট চার্জ কাটা হয়না
  • ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি

এক নজরে স্কোর সামারি

  • .com Domain Price এবং Domain Features স্কোর   ১০/১০ 
  • Shared Hosting Price এবং Shared Hosting Features স্কোর  ৯/১০ 
  • VPS Hosting Price এবং VPS Hosting Features স্কোর  ৮/১০ 
  • Customer Support Option এবং Support Quality স্কোর  ৯/১০ 
  • Resources এবং Payment Option  স্কোর ১০/১০

সর্বমোট স্কোর: ৪৬ / ৫০

উপরের স্কোর মার্ক দ্বারা নিশ্চয় বুঝতেই পারছেন, আইটি নাট হোস্টিং আপনার জন্য কেমন হতে পারে। আইটি কথা ব্লগে সবসময় চেষ্টা করবো ভালো সার্ভিসের রিভিউ করার জন্য। ওপরের বিস্তারিত আলোচনা থেকে আমরা নিঃসন্দেহে আইটি নাট হোস্টিং এর ওপর বিশ্বাস রাখতে পারি। তাঁরপর ও আমার সাজেশন থাকবে আপনি নিজে আইটি নাট হোস্টিং সম্পর্কে ইউজার দের ফিডব্যাক দেখবেন, সাপোর্টে যোগাযোগ করে যাচাই করে নিবেন, আশা করি আইটি নাট সম্পর্কে পজিটিভ ফিডব্যাকই পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top