Black Friday এর এই সময়টাইতে প্রায় সব পণ্যতেই চলে সবোর্চ্চ ডিসকাউন্ট। বছরজুড়ে যে পণ্য গুলোর দাম থাকে আকাশচুম্বী, সেইসব পণ্যও ব্ল্যাকফ্রাইডে তে অনেক কম দামে কেনা যায়, এমনকি অর্ধেক দামেও।
ব্ল্যাক ফ্রাইডের এই প্রথা USA তে শুরু হলেও এর হাওয়া এখন বাংলাদেশেও বইতে শুরু করেছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখন Black Friday উপলক্ষে চলে বিভিন্ন রকমের স্পেশাল অফার, বিশেষ করে অনলাইন শপিং এর ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায়।
একটি ওয়েবসাইট শুরু করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন হয় ডোমেইন হোস্টিং এর। আর প্রতিবছর এই ব্ল্যাক ফ্রাইডের সময়ে ডোমেইন হোস্টিং সবোর্চ্চ ডিসকাউন্ট পাওয়া যায়।
IT Nut Hosting বর্তমানে বাংলাদেশের প্রথম সারীর কয়েকটি হোস্টিং কোম্পানীর মধ্যে একটি। ২০১৪ সাল থেকে তাঁরা বাংলাদেশ সহ বিশ্বের ২৮ টি দেশে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে।
IT Nut তাঁদের যাত্রার শুরু থেকেই প্রতি বছর ব্ল্যাক ফ্রাইডেতে বছরের সবচেয়ে বড় ডিসকাউন্ট দিয়ে থাকে, তারই ধারাবাহিকতায় এই বছরও শুরু হয়েছে IT Nut Hosting এর ব্ল্যাক ফ্রাইডে অফার।
কি কি থাকছে ব্ল্যাক ফ্রাইডে অফারে?
- BDIX Hosting – UP TO 70% Discount
- Web Hosting – UP TO 60% Discount
- Premium Hosting – UP TO 50% Discount
- Managed VPS Server – UP TO 30% Discount
- .com Domain Registration 699 tk – Transfer 799 tk
অফার সম্পর্কে বিস্তারিত জানতে: https://itnuthosting.com/blackfriday/